জাবিতে ফেইসবুক খুলে দেবার দাবিতে মানববন্ধন
প্রকাশ: ২০১৫-১২-০৩ ১৮:২১:২২

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীবৃন্দের ব্যানারে ফেসবুকসহ সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে এ কর্মসূচী পালিত হয়। মানববন্ধনে সংহতি প্রকাশ করেন দর্শন বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ নিজার আলম। সৈয়দ নিজার বলেন, “ফেসবুক বাংলাদেশে বিকল্প গণমাধ্যম হিসেবে আবির্ভূত হয়েছিল। স্বাধীন মত প্রকাশের স্বার্থে অবিলম্বে এটি খুলে দেয়া উচিত।”
সাংস্কৃতিক জোটের সভাপতি জোবায়ের টিটু বলেন, “সাধারণ জনগনের জন্য ফেসবুক বন্ধ রেখে সরকারী দল এবং সরকারের লোকজন বিকল্প পথে ফেসবুক ব্যবহার করে দলের এবং সরকারের বিভিন্ন প্রচারণা চালাচ্ছে । এটা অত্যন্ত হাস্যকর।”
ছাত্রফ্রন্টের সম্পাদিকা সুস্মিতা মরিয়ম ৫৭ধারা বাতিলের দাবি করে বলেন, “এটি মতপ্রকাশের স্বাধীনতা হরণ এবং গণমাধ্যমের কন্ঠরোধ করবে।
অবিলম্বে এটি বাতিল করতে হবে । নিরাপত্তার জন্য দু-চারদিন ফেসবুক বন্ধ রাখার যৌক্তিকতা থাকতে পারে। কিন্তু অনির্দিষ্ট কালের জন্য বন্ধ রাখার মানে কি? নিরাপত্তার অজুহাতে সরকার জনগনের স্বাধীন মত প্রকাশকে রুদ্ধ করছে”
এছাড়া বক্তারা ফেসবুকে প্রচারণার মাধ্যমে গণজাগরণ মঞ্চ সৃষ্টি হওয়ার কথা উল্লেখ করে অবিলম্বে স্বাধীন মত প্রকাশ নিশ্চিত করার লক্ষ্যে অনতিবিলম্বে এটি খুলে দেবার আহ্বান জানান সরকারের কাছে।
সানবিডি/ঢাকা/এসএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













