জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ‘মুক্তিযুদ্ধ জাদুঘর প্রতিষ্ঠায় তহবিল সংগ্রহ কার্যক্রম’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার শিক্ষকদের সংগঠন নীল দলের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নীলদলের সভাপতি অধ্যাপক এ কে এম মনিরুজ্জামানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও মুক্তিযুদ্ধ জাদুঘর তহবিল সংগ্রহ কমিটির সদস্য-সচিব ড. এ কে এম লুৎফর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক প্রমুখ।
সভায় উপাচার্য বলেন, সকলের ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টায় মুক্তিযুদ্ধ জাদুঘর প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে। এ জাদুঘরে সকল বাঙালির অংশীদারিত্ব থাকবে এবং সকলেই যেন গর্বের সঙ্গে বলতে পারে ‘মুক্তিযুদ্ধ জাদুঘর আমার জাদুঘর।
অনুষ্ঠানে মফিদুল হক মুক্তিযুদ্ধ জাদুঘর প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরে এই জাদুঘর প্রতিষ্ঠায় তবহিল সংগ্রহে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।