করোনাভাইরাসে চাঁদপুর জেলার এক চিকিৎসকসহ ৬জন আক্রান্ত বলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) সূত্রে জানা গেছে।
আইইডিসিআর’র অফিসিয়াল ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে। ১২ এপ্রিল রোববার সকাল ৮টা পর্যন্ত নমুনা পরীক্ষার ভিত্তিতে এই ফলাফল বলে ওয়েবসাইটে উল্লেখ রয়েছে।
তবে চাঁদপুরের স্বাস্থ্য বিভাগ রোববার সকাল পর্যন্ত ৪জন আক্রান্তের কথা নিশ্চিত হওয়ার কথা জানিয়েছে। এদের মধ্যে ১ জন চিকিৎসক আর ৩ জন নারায়ণগঞ্জ ফেরত।
উল্লেখ্য, আইইডিসিআর-এর তথ্য একদিন পর চাঁদপুরের সিভিল সার্জন অফিস স্থানীয় গণমাধ্যমে প্রদান করে।