আগামীকাল সোমবারের সাপ্তাহিক মন্ত্রিসভার বৈঠক হচ্ছে না। মন্ত্রিপরিষদ বিভাগ ও মন্ত্রিসভার একাধিক সদস্যের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে। করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে দেশব্যাপী এক মাসের টানা ছুটি চলছে। এর মধ্যে গত সোমবার সাতজন মন্ত্রী নিয়ে সীমিত পরিসরে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন রবিবার দুপুরে কালের কণ্ঠকে জানিয়েছেন, এ সপ্তাহের মন্ত্রিসভার বৈঠক হচ্ছে না। তিনি বলেন, করোনার কারণে সৃষ্ট পরিস্থিতি সামলাতে প্রধানমন্ত্রী খুব ব্যস্ত সময় পার করছেন। তাৎণিকভাবে যখন যাকে দরকার সঙ্গে সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিচ্ছেন।
উল্লেখ্য, এ পর্যন্ত তিনদফা বাড়িয়ে ২৫ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করেছে সরকার। পরিস্থিতির উন্নতি না হলে ছুটির মেয়াদ আরো বাড়ানোর ঘোষণা আসতে পারে। সরকারের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম মন্ত্রিসভার বৈঠক প্রতি সপ্তাহে প্রধানমন্ত্রীর কার্যালয় অথবা সচিবালয়ে অনুষ্ঠিত হয়। তবে গত সপ্তাহে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে অনুষ্ঠিত হয়েছে।
অন্য একজন মন্ত্রী জানান, এই সময়ে করোনার বাইরে জরুরি কোনো কাজ নেই। তাই মন্ত্রিসভার বৈঠকের অপেক্ষায় থাকার কোনো কারণ নেই। প্রধানমন্ত্রী যখন যাকে প্রয়োজন হচ্ছে টেলিফোনে দিক নির্দেশনা দিচ্ছেন। আবার কোনো কারণে যদি জরুরি বৈঠকে বসতে হয় সেটা যেকোনো সময় তিনি ডাকতে পারেন।
সানবিডি/ঢাকা/এসএস