মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে না এলে মসজিদে জামাতের উপর আরোপিত নিষেধাজ্ঞা অব্যাহত রাখা হবে। একইসঙ্গে রমজান মাসে তারাবির নামাজ মুসল্লিদের ঘরেই আদায় করার আহ্বান জানিয়েছে সৌদি আরব সরকারের ইসলামবিষয়ক মন্ত্রী শেখ ড. আব্দুল লতিফ বিন আবদুল আজিজ আশ-শেখ।
গত শনিবার সৌদি আরবের এমবিসি চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই আহ্বান জানান বলে সৌদি গ্যাজেটের প্রতিবেদনে বলা হয়েছে।
এই মহামারা শিগরিরই দূর হওয়ার প্রার্থণা করে ইসলামবিষয়ক মন্ত্রী বলেন, ‘শুধু তারাবির নামাজ নয়, তার চেয়ে বেশি জরুরি ফরজ নামাজ মসজিদে আদায় বন্ধ রাখা।’
ওই সাক্ষাৎকারে তিনি করোনায় মৃতদেহ দাফনের বিষয়েও কথা বলেছেন। মৃতদেহ দাফনে অনেক মানুষ জমায়েত না হয়ে ঘরে বসে মৃত ব্যক্তির জন্য প্রার্থণা করার জন্য আহ্বান জানান তিনি।
মন্ত্রী বলেন, ‘জমায়েত হওয়ার বিরূপ প্রভাব থাকায় সংশ্লিষ্ট ও দক্ষ কর্তৃপক্ষ সামাজিক দূরত্ব নিশ্চিত করতে যেসব নির্দেশনা দিয়েছে তা মেনে চলুন।’
ইসলামী শরীয়াহ মোতাবেক সকল কার্যক্রম চালানোর পাশাপাশি মহামারি মোকাবিলায় সরকারি নির্দেশনা মেনে চলারও আহ্বান জানান তিনি। একইসঙ্গে সকল মুসলিমের ফরজ ও তারাবি নামাজ কবুলের জন্য আল্লাহর কাছে প্রার্থণা করেন।
সানবিডি/ঢাকা/এসএস