চাঁপাইনবাবগঞ্জে ৩০০ বস্তা সরকারি চালসহ দুইজনকে আটক করেছে জেলা বিশেষ গোয়েন্দা পুলিশ।
রোববার দুপুরে সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের জোড়াবকুলতলা এলাকার একটি ভাড়া বাড়ি থেকে এসব চাল জব্দ করা হয়।
জব্দকৃত এসব চালের মালিক নারায়ণপুর ইউনিয়নের আবু হুরাইরার ছেলে বাবু পলাতক রয়েছে। আটক করা হয়েছে অপর দুই সহযোগী নারায়ণপুর ইউনিয়নের নজরুল ইসলামের ছেলে রবিউল ইসলাম এবং ইসলামপুর ইউনিয়নের তের রশিয়া গ্রামের ফয়েজ উদ্দীনের ছেলে মেসবহুল হককে।
এসব জব্দকৃত চাল উদ্ধার করে নিয়ন্ত্রণে নেয় স্থানীয় প্রশাসন। বস্তাগুলোর গায়ে আছে ‘খাদ্য অধিদফতরের জন্য’। এছাড়া অস্পষ্টভাবে পীরগঞ্জ রংপুর লেখা রয়েছে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেন জানান, হত দরিদ্রদের জন্য ১০ টাকা কেজির সরকারি চাল দেশের বিভিন্ন জেলার ডিলারদের কাছ থেকে কিনে নিয়ে বাবু একটি ভাড়া বাড়িতে মজুদ করেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি টিম রোববার দুপুরে জোড়া বকুলতলা এলাকার একটি বাড়িতে অভিযান চালায়।
এ সময় সেখান থেকে জব্দ করা হয় খাদ্য অধিদফতরের সরকারি ৫০ কেজি ওজনের ৩০০ বস্তা চাল। আর এ কাজে সহায়তার সময় দুইজনকে আটক করা।
নির্বাহী কর্মকর্তা আরও জানান, আটক মেসবাউল হক ও রবিউলের কাছ থেকে জানা গেছে, বস্তা পরিবর্তন করে কালোবাজারের এই চালগুলো অন্যত্র বিক্রি করার জন্য প্রস্তুতি চলছিল। অভিযানের খবর পেয়ে চালগুলোর মালিক বাবু গা ডাকা দিয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথাও জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।
সানবিডি/ঢাকা/এসএস