প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোমবার ভয়াবহ করোনা ভাইরাস সঙ্কট বিষয়ে কর্মকর্তাদের সতর্ক করো আরো কঠোর পদক্ষেপ নেয়ার কথা বলেছেন।
এদিকে মস্কো করোনা মোকাবেলায় তাদের লকডাউন পদক্ষেপ আরো কঠোর করেছে।
কর্মকর্তাদের সাথে এক ভিডিও কনফারেন্সে পুতিন বলেন, এই ভাইরাস মোকাবেলায় রাশিয়ার জন্যে আগামী কয়েক সপ্তাহ খুবই গুরুত্বপূর্ণ। কারণ পরিস্থিতি প্রতিনিয়ত পাল্টাচ্ছে। দুর্ভাগ্যজনকভাবে তা ভালোর দিকে নয়।
তিনি বলেন, যতই জটিল ও ভয়াবহ হোক পরিস্থিতির উন্নত করতে তাদের সবদিক বিবেচনা করতে হবে।
তিনি ডাক্তার ও নার্সদের জন্যে সুরক্ষা পোশাক সংকট দূর করতে কর্মকর্তাদের আহ্বান জানান।
প্রয়োজন হলে প্রতিরক্ষা মন্ত্রণালয়কে কাজে লাগাবেন বলেও জানান পুতিন।
এদিকে করোনা ভাইরাস মোকাবেলায় পদক্ষেপ আরো কঠোর করার অংশ হিসেবে মস্কো কর্তৃপক্ষ সোমবার থেকে লকডাউন অমান্য কমাতে ডিজিটাল পারমিট ইস্যু করা শুরু করেছে।
দেশটিতে নতুন করে আরো ২হাজার ৫৫৮ জন করোনায় আক্রান্ত হয়েছে,যা এ পর্যন্ত একদিনে সর্বোচ্চ সংখ্যা। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত হয়েছে ১৮হাজার ৩২৮ জন। মারা গেছে ১৪৮ জন।
মস্কো গত ৩০ মার্চ থেকে লকডাউনে রয়েছে। তবু নতুন রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে। কর্মকর্তারা বলছেন, রোগী হাসপাতালগুলোর ধারণ ক্ষমতার বাইরে চলে যাচ্ছে।
সূত্র : এএফপি
সানবিডি/ঢাকা/এসএস