কানের দুলে দূর হবে মাইগ্রেন!
আপডেট: ২০১৫-১২-০৪ ১২:৪৭:১১
মাইগ্রেনের সমস্যা? মুক্তি পেতে চান? তাহলে সাত পাঁচ না ভেবে কানটা এ বার আপনি বিঁধিয়েই নিন। স্টাইলও হবে আর মাইগ্রেন থেকেও মুক্তি মিলবে।
তীব্র মাথাব্যথা হলে তা সহ্য করা অনেক সময় দুঃসহ হয়ে ওঠে। সারা দুনিয়াকে তখন অসহ্য মনে হয়। সারাদিন মাথা ধরে থাকলে যেমন মেজাজের ঠিক থাকে না তেমনই কোনও কাজও করা সম্ভব হয়ে ওঠে না।
কাঁড়ি কাঁড়ি টাকা খরচা করে যা সারিয়ে তোলা যায়নি, সেই যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারে ছোট্ট কানের দুল। তাও নাম মাত্র কিছু টাকার বিনিময়ে।
প্রায় দেড় বছরেরও বেশি সময় ধরে মাইগ্রেনের সমস্যায় কাবু হয়ে পড়েছিলেন নাটালি থম্পসন। চিকিৎসা করেও কোনও লাভ হয়নি। একটি মেডিকেল ম্যাগাজিনে কান বিঁধিয়ে মাইগ্রেনের চিকিৎসার কথা পড়েন। পড়া মাত্রই লোকাল একটি পার্লারে চলে যান। দু’কানের একটি নির্দিষ্ট অংশ বিঁধিয়ে দুল পরে নেন। ব্যস, মাত্র দশ দিনের মধ্যে মাইগ্রেনও গায়েব।
মাইগ্রেনের ব্যথা উপশমের নেপথ্যে রয়েছে আকুপাংচারের থিয়োরি। ঠিক যে ভাবে আকুপাংচার চিকিৎসায় বিভিন্ন যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায়। এ ক্ষেত্রেও তাই হয়েছে বলে জানান আমেরিকার এক পেইন রিলিফ বিশেষজ্ঞ থমাস কন। বহিকর্ণের তরণাস্থির ওই বিশেষ অংশে কান বিঁধানোয় কিছু নার্ভ সক্রিয় হয়েছে। যে কাজটা অনেক সময়ই ওষুধে হয় না।
সানবিডি/ঢাকা/রাআ