দেশে প্রতি ১০০ জনের নমুনা পরীক্ষায় ৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ১৩ এপ্রিল পর্যন্ত মোট পরীক্ষা করা হয়েছে ১১২২৩ জন। যার মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত ৮০৩ জন।
এছাড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৯ জন। সুস্থ হয়ে উঠেছেন ৪২ জন।
এদিকে আইইডিসিআর’র নিয়মিত ব্রিফিংয়ে মঙ্গলবার জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে আরো ২০৯ জনের শরীরে করোনার সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১০১২। এ সময়ে মারা গেছেন আরো ৭ জন। সব মিলিয়ে মৃতের সংখ্যা ৪৬। এ সময়ের মধ্যে সর্বোচ্চ ১৯০৫ জনের নমুনা পরীক্ষা করা হয়।
মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপনকালে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
বুলেটিন উপস্থাপনকালে করোনার বিস্তাররোধে সবাইকে বাড়িতে থাকার এবং স্বাস্থ্য বিভাগের পরামর্শ মেনে চলার আহ্বান জানানো হয়।
গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহান থেকে ছড়িয়ে বৈশ্বিক মহামারিতে পরিণত করোনাভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা সোয়া ১৯ লাখের বেশি। মারা গেছেন এক লাখ ১৯ হাজারেরও বেশি মানুষ। তবে সাড়ে চার লাখের মতো রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন।
গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যায়। এরপর প্রথম দিকে কয়েকজন করে নতুন আক্রান্ত রোগীর খবর মিললেও গত ক’দিনে লাফিয়ে লাফিয়ে বাড়ছে এ সংখ্যা। সবশেষ হিসাবে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ১০১২। মারা গেছেন ৪৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪২ জন।
সানবিডি/ঢাকা/এসএস