কোভিড-১৯ বিপর্যয়ের ক্রান্তিলগ্নে ও পহেলা বৈশাখ ১৪২৭ উপলক্ষে ব্যতিক্রমভাবে বরিশালের যুবকদের পহেলা বৈশাখ উৎযাপন।
নিয়াজ মোর্শেদ আবির (প্রাণিবিদ্যা বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ) এর উদ্যোগে মোঃ গোলাম রাব্বি অনিক (মৃত্তিকাবিজ্ঞান বিভাগ, সরকারি বি এম কলেজ, বরিশাল), সাকিব ভুঁইয়া (ত্রিপল ই বিভাগ, বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ), রাব্বি খান, আরমান, সাকিল ও রোমানসহ ৬/৭জন যুবকদের আয়োজনে বরিশালের কোতোয়ালি মডেল থানা ও বন্দর থানার আওতাধীন বরিশালের জেলখানার মোড় থেকে শুরু করে নথুল্লাবাদ, চৌমাথা, আমতলার মোড়, সদররোড, জিড়ো পয়েন্ট ও বরিশাল বিশ্ববিদ্যালয় এলাকাসহ গুরুত্বপূর্ণ মোট ২০ টা পয়েন্টে ডিউটিরত প্রায় ১৪০জন পুলিশ কর্মকর্তা ও কর্মচারীগণের মাঝে পহেলা বৈশাখের উপহার হিসেবে কিছু শুকনো খাবার ও পানীয় বিতরন করা হয়েছে।
এ ব্যাপারে উদ্দোক্তা নিয়াজ মোর্শেদ আবির এর সাথে কথা বললে তিনি বলেন --"দেশের এই দুর্দিনে পুলিশসহ সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ডাক্তারগণ ও সকল হাসপাতাল কর্মীগণ প্রত্যক্ষভাবে সকলের নিরাপত্তা, সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ ও কোভিড-১৯ এ আক্রান্ত রোগীদের সেবায় নিয়োজিত থেকে দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ কাজ করে যাচ্ছেন, তাই তাদের এই কাজকে সধুবাদ জানানোর জন্যই আমাদের নিজ অবস্থান থেকে এটা আমাদের ক্ষুদ্র প্রয়াস।
এভাবে সবাই সবার স্থান থেকে এগিয়ে আসবো এটাই আমাদের কাম্য।" মুখপাত্র মোঃ গোলাম রাব্বি অনিক আরও জানান- "কোভিড-১৯ এর ভয়াল আক্রমণে যখন আমাদের দেশসহ সমগ্র বিশ্ব নাজেহাল তখন আমাদের দেশের সাধারণ জনগণকে সুস্থ ও নিরাপদ রাখার লক্ষ্যে দেশের সকল স্তরের সরকারি কর্মকর্তা কর্মচারীগণসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা অপরিসীম।
এ ক্রান্তিলগ্নে তারা যেভাবে তাদের জীবনকে হুমকির মুখে রেখে ফ্রন্ট লাইন ওয়্যারিয়র হিসেবে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন সে তুলনায় আমাদের এ উদ্যোগ তেমন কিছুই না। আমরা এখন পর্যন্ত কেবলমাত্র বরিশালের পুলিশবাহিনীর সদস্যদের কাছে আমাদের উপহার সামগ্রী বিতরণ করেছি।
আশাকরি পরবর্তীতে এ মহামারিতে যোদ্ধা হিসেবে প্রত্যক্ষভাবে জড়িত সকলের মাঝে আমরা আমাদের নিজ নিজ অবস্থান থেকে সাধ্যমত উপহার সামগ্রী পৌঁছে দেব।" তাদের এ উদ্যোগকে সাদরে গ্রহণ করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এস আই নজরুল ইসলাম বলেন - " বরিশাল শহরে এ উদ্যোগ এই প্রথম। সবাই সকলের ব্যাপারে ভাবলেও আমাদের নিয়ে এর আগে এভাবে আন্তরিকতার সাথে কেউ ভাবেনি। আমরা তাদের এ উদ্যোগকে সাধুবাদ জানাই। পাশাপাশি আমরা আরও বেশী খুশি হয়েছি যে তারা সকলেই তাদের নিজ নিজ নিরাপত্তা সামগ্রী নিশ্চত করে ও ব্যবহার করে তাদের কষ্টে জমানো টাকায় কেনা উপহার সামগ্রী আমাদের কাছে পোঁছে দিয়েছেন।" তাদের উদ্যোগে অভিভূত হয়ে এস আই সরোয়ার বলেন- "আমরা তাদের এ উদ্যোগে অত্যন্ত আনন্দিত হয়েছি। আমরা চাই আমরা যেভাবে আমাদের সম্মানিত বরিশালের পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান, বিপিএম-বার স্যারের সুদক্ষ দিক নির্দেশনা মেনে সাধারণ জনগণের নিরাপত্তা ও সামাজিক দূরত্ব নিশ্চিতসহ সকল প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে কাজ করে যাচ্ছি ঠিক তেমনি সাধারণ জনগণও যেন তাদের নিজ নিজ বাসায় অবস্থান করে এ ভয়াল মহামারীর হাত থেকে পরিত্রাণ পেতে দেশকে সাহায্য করেন।" এ উদ্যোগ ছাড়াও এসকল যুবকবৃন্দ এর আগেও গরিব অসহায়দের মাঝে ত্রান বিতরন করছেন এবং বিভিন্ন পশুপাখিদের জীবনধারণ স্বাভাবিক রাখার জন্য মানবেতর কাজ করছেন। বর্তমানে তারা বন্যপ্রাণীর জীবনমানের উন্নতিসাধন, মৃত্তিকা, পানি ও পরিবেশের দূষণ রোধে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড অব্যাহত রেখেছেন।
সানবিডি/ঢাকাঅনিক//এসএস