হবিগঞ্জে প্রাণঘাতি করোনাভাইরাস সংক্রমণ রোধে বাংলাদেশ-ভারত বিভিন্ন সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে জোরদার করা হয়েছে নিরাপত্ত ব্যবস্থা। সীমান্তে ২৪ ঘন্টাই টহল দিচ্ছেন বিজিবি সদস্যরা। এছাড়া সিমিত করে দেয়া হয়েছে সীমান্তে বাংলাদেশে অংশের প্রবেশাধিকার।
করোনা সংক্রমণ ঠেকাতে ১৩ মার্চ থেকেই বৈধভাবে বাংলাদেশি প্রবেশের ক্ষেত্রে কড়াকরি জারি করে বিজিবি। এছাড়া বৈধভাবে প্রবেশের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়। বন্ধ করে দেয়া হয় চুনারুঘাট সীমান্তের বাল্লা স্থলবন্ধরের সম্পূর্ণ কার্যক্রম।
এদিকে, গত ৭ এপ্রিল হবিগঞ্জ জেলা প্রশাসনের সাথে ভিডিও কনফারেন্সে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় কোভিড-১৯ সংক্রমণ ঝুঁকি এড়াতে হবিগঞ্জের বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, হবিগঞ্জে যেহেতু বাংলাদেশ-ভারত সীমান্ত রয়েছে, তাই এ জেলা অনেকটা ঝুঁকিপূর্ণ। সেজন্য দায়িত্বপ্রাপ্তদের গুরুত্ব সহকারে কাজ করতে হবে এবং পূর্বেত তুলনায় টহল আরও জোরদার করতে হবে।
প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশার পর থেকে হবিগঞ্জের মাধবপুর ও চুনারুঘাট উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্তে নজরদারী কয়েকগুণ বাড়িয়ে দেয়া হয়। রাতে সীমান্ত এলাকায় লোকজনদের অকারণে চলাচলের ওপর বিধি নিষেধ দেয়া হয়েছে। এছাড়া ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতেও বসানো হয়েছে বিজিবির চেকপোস্ট।
এ ব্যাপারে বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সামিউন্নবী চৌধুরী বলেন, অনুপ্রবেশ, চোরাচালান ও নারী-শিশু পাচাররোধে সীমান্তে বিজিবি সদস্যরা সব সময় সতর্ক থেকে দায়িত্ব পালন করে আসছে। তবে বর্তমান করোনাভাইরাস সংক্রামণ রোধে আরও বেশি কঠোর হয়েছে বিজিবি। প্রয়োজনে আরও কঠোর হবো আমরা।’
সানবিডি/ঢাকা/এসএস