অাবারো অাসছে লাদেন!
আপডেট: ২০১৫-১২-০৪ ১২:৫৩:০২

আবার ফিরছেন লাদেন, তবে এবার বলিউডের পর্দায়। ২০১০ সালের পর ফের দেখা যাবে আল কায়দা প্রধান ওসামা বিন লাদেনকে। সব কিছু ঠিক থাকলে নতুন বছরেই সেলুলয়েডে আসছে লাদেন।
২০১৬ সালের ১৯ ফেব্রুয়ারি পরিচালক অভিষেক শর্মার ফিল্ম ‘তেরে বিন লাদেন-ডেড অর অ্যালাইভ’ মুক্তি পাওয়ার কথা। নকল লাদেনের ভিডিও তুলে টিভি চ্যানেলকে বেচে রাতারাতি শিরোনামে এসেছিলেন পাক সাংবাদিক আলি হাসান। ২০১০ সালে অভিষেক শর্মার এই ছবি শিরোনামে এনে দিয়েছিল তাঁকেও।
ছয় বছর পর এই ফিল্মেরই পার্ট-টু রিলিজ করতে চলেছেন তিনি। এমন একটা সময়ে, যখন আইএসের ধ্বংসলীলায় ইউরোপ-এশিয়ার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আতঙ্কের আবহ। লাদেনের পন্থা এবং আল কায়দা অনেকটাই ব্যাকফুটে। ঠিক এই সময়েই পর্দায় লাদেনের প্রত্যাবর্তন।
ছবিটিতে অভিনয় করছেন মনীশ পাল, সিকন্দর, প্রধুমান শিঙ্গ-সহ অনেকে। তবে পার্ট-টু হলেও প্রথম ছবিটির সঙ্গে এই ছবির কাহিনী সম্পূর্ণ আলাদা থাকবে বলে পরিচালক জানিয়েছেন।
সানবিডি/ঢাকা/রাআ







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













