করোনা ভাইরাসের ভয় উপেক্ষা করে বেতন ও বোনাসের দাবিতে রাজধানীতে সড়ক অবরোধ করে আন্দোলন করছে পোশাক শ্রমিকরা। বৃহস্পতিবার দুপুর থেকে মোহাম্মদপুরে কারখানাটির সামনে এ আন্দোলন শুরু করে। এ সময় তারা সড়কে যান চলাচল বন্ধ করে দেয়।
আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে জানা যায়, তারা পাশের ফ্যালকন গার্মেন্টসের শ্রমিক। বেতনের দাবিতে তারা সড়কে অবস্থান নিয়েছেন।
শ্রমিকরা জানিয়েছেন, গতকাল গার্মেন্টসটির মালিকপক্ষ আজকের (বৃহস্পতিবার) মধ্যে বেতন দেয়ার কথা জানিয়েছে। তবে এক্ষেত্রে শুধু বেতন দেয়া হবে। তবে শ্রমিকদের একটি অংশ বেতনসহ তাদের অতিরিক্ত কর্মঘণ্টার মজুরিও চাচ্ছেন। সে দাবিতে তারা আন্দোলনে নেমেছেন।
আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহেদুজ্জাজন বলেন, মালিকদের সঙ্গে শ্রমিকদের কিছু বিষয়ে মতানৈক্য রয়েছে। বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে। আমরা রাস্তায় আছি। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য পুলিশ স্পটে আছে।
সানবিডি/ঢাকা/এসএস