দেশে ডিজিটাল প্ল্যাটফর্মে প্রথম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। পুঁজিবাজারে তালিকাভুক্ত ঔষধ ও রসায়ন খাতের গ্ল্যাক্স্যোস্মিথক্লাইন বাংলাদেশ ৪৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার অনুষ্ঠিত এজিএমে সভাপতিত্ব করেন জিএসকে বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান মাসুদ খান।
এজিএম-এ আরও উপস্থিত ছিলেন কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর প্রশান্ত পান্ডে, ডিরেক্টর মো: আবুল হোসেন, মহসিন উদ্দিন আহমেদ, রেজাউল হক চৌধুরী, হাসনাইন আহমেদ, জাহেদুর রহমান এবং কোম্পানি সেক্রেটারি মো. নাহারুল ইসলাম মোল্লাসহ অন্যান্য শেয়ারহোল্ডারাও এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সভায় অংশগ্রহণ করেন।
সভায় কোম্পানির সদস্যবৃন্দ পরিচালক ও নিরীক্ষক এর প্রতিবেদন সহ ২০১৯ সালের বার্ষিক হিসাব এবং প্রতি ১০ (দশ) টাকা শেয়ারে ৫৩০% অর্থাৎ ৫৩.০০ টাকা (তেপান্ন টাকা) লভ্যাংশ এই এজিএম অনুমোদন করেন।
সানবিডি/এসকেএস