ইতালিতে ২ হাজার কোভিড-১৯ করোনাভাইরাসের রোগী শনাক্ত হয়েছিল ৩২তম দিনে আর বাংলাদেশে হয়েছে ৪০তম দিনে। ইতালিতে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ৭৫ হাজার ৯২৫ জনের এবং মারা গেছে ২৩ হাজার ২২৭ জন।
ইতালি ও বাংলাদেশের পর দ্রুততম সময়ে ২ হাজার করোনা রোগী শনাক্ত হয় স্পেনে। সেখানে ২ হাজার রোগী শনাক্ত হয়েছিল ৪১তম দিনে। ফ্রান্সে ও যুক্তরাজ্যে হয়েছিলো ৪৮ দিনে। এতে দেখা যায় বাংলাদেশে সংক্রমণের হার বেশি হচ্ছে।
প্রসঙ্গত, বাংলাদেশে দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৭ জন। শনাক্ত হয়েছে ৩১২ জন। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন ২ হাজার ৪৫৬ জন, মোট মারা গেছেন ৯১ জন।
সানবিডি/ঢাকা/এসএস