জনগণ বিএনপি নিয়ে ভাবে না: হানিফ
আপডেট: ২০১৫-১২-০৪ ১৩:৫৬:০৫
দেশের জনগণ বিএনপিকে নিয়ে মাথা ঘামাচ্ছে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। শুক্রবার দুপুরে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
হানিফ বলেন, ‘বিএনপি এখন মিথ্যাচারের মধ্যেই আছে। এটা নিয়ে জনগণ মাথা ঘামাচ্ছে না। বিএনপি যেমন নির্বাচন নিয়ে মাথা ঘামাচ্ছে না বলে দাবি করছে, জনগণও বিএনপিকে নিয়ে মাথা ঘামাচ্ছে না।’
তিনি বলেন, বিএনপি জনগণের এত বাইরে চলে গেছে যে, চেষ্টা করেও নির্বাচনে জয়লাভ করার সুযোগ নেই। এজন্য সরকারের বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যাচার করে বিভ্রান্ত সৃষ্টি করছে। জনগণের কাছ থেকে কিছুটা অনুকম্পা পাওয়া।’
আওয়ামী লীগের এ নেতা বলেন, যারা গণতন্ত্রে বিশ্বাসী তারা নির্বাচন করবে। আমি আশা করি বিএনপি শেষ পর্যন্ত নির্বাচনে থাকবে। জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি ভুল করেছিলো। রাজনীতি থেকে অনেকটাই ছিটকে পড়েছিলো। স্থানীয় পর্যায়ের নির্বাচনে বিএনপি অংশ না নিলে তারা আরও ক্ষতিগ্রস্ত হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হানিফ বলেন, প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে তৃণমূল থেকে যে সুপারিশ করা হয়েছে এর সঙ্গে আমাদের মাঠ জরিপের তথ্য মিলিয়ে প্রার্থী মনোনয়ন দেওয়া হয়েছে।
গণমাধ্যমে প্রার্থী তালিকা আগে প্রকাশ না করাকে রাজনৈতিক কৌশল উল্লেখ করে তিনি বলেন, আমাদের হিসাবে অনুযায়ী ৭১টি পৌরসভায় বিকল্প প্রার্থী রয়েছে। আমরা আশা করছি ১৩ ডিসেম্বরের মধ্যে একটি পৌরসভায়ও কোনো বিদ্রোহী প্রার্থী থাকবে না।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- দলটির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী, মেজবাহ উদ্দিন সিরাজ, তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ প্রমুখ।
সানবিডি/ঢাকা/রাআ