পৌরসভা নির্বাচনে যদি সুষ্ঠু পরিবেশ থাকে এবং সাধারণ মানুষ যদি নিরাপদে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে তাহলে বিএনপি ৮০ ভাগ ভোট পাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
শুক্রবার সকালে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম’র ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এমন দাবি করেন।
গণতন্ত্র রক্ষার জন্য আন্দোলন হিসেবে বিএনপি পৌর নির্বাচনে অংশ নিয়েছে এমন মন্তব্য করে গয়েশ্বর বলেন, ‘ সুষ্ঠু নির্বাচন হলে ৮০ ভাগ পৌরসভায় আমরা জয়ী হবো। আর জনগণ ভোট দিতে না পারলে শূন্য।’
তিনি বলেন, ‘সরকারি দলের প্রার্থীদের আচরণ বিধি লঙ্ঘন করাই এখন আচরণ বিধিতে পরিণত হয়েছে। আর যারা আচরণ বিধি লঙ্ঘন করে তাদের কাছে আচরণ বিধির অভিযোগ করে লাভ কি?
তিনি বলেন, ‘বিএনপির নেতাকর্মীরা জেগে আছে এবং জেগে থাকতে হয়। সরকারের বাহিনী এক বছর ধরে প্রতিদিন বিএনপির নেতাকর্মীদের বাসায় হানা দিচ্ছে। তাই জেগে থাকতেই হয়। তবুও প্রয়োজন হলে নেতাকর্মীরা জীবন দিয়ে গণতন্ত্র রক্ষা করবে।’
অনুষ্ঠানে উপস্থিত স্থায়ী কমিটির আরেক সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, ‘নির্বাচন কমিশন সরকারের নির্দেশে চলে। তারা স্বাধীন ভাবে কাজ করতে পারে না। অতীতের নির্বাচন গুলোতে তারা স্বাধীন ভাবে কাজ করতে পারে নাই। এবারের নির্বাচনেও স্বাধীনভাবে কাজ করতে না পারলে নির্বাচন অর্থবহ হবে না।’
তিনি বলেন, আজকে দেশে গণতন্ত্র মৃত। মৃত গণতন্ত্রকে জাগিয়ে তুলতে হবে। গণতন্ত্রকে সামনের দিকে নিয়ে অর্থনৈতিক মুক্তি লাভ করতে হবে।
মুক্তিযুদ্ধের প্রজন্ম’র সভাপতি শামা ওবায়েদের নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সানবিডি/ঢাকা/রাআ