করোনায় দেশে রেমিটেন্স কমবে ২২ শতাংশ
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৪-২৩ ১১:৫৭:৩৪

মহামারি করোনাভাইরাসের কারণে ২০২০ সালে বাংলাদেশের রেমিটেন্স কমবে ২২ শতাংশ। এ ছাড়া বিশ্বে রেমিটেন্স কমবে ২০ শতাংশ। গতকাল বুধবার ওয়াশিংটন থেকে প্রকাশিত অভিবাসন ও উন্নয়ন নিয়ে বিশ্বব্যাংকের সর্বশেষ রিপোর্টে এ তথ্য জানানো হয়।
এর আগে গত বছরে দেশে ব্যাংকিং চ্যানেলে ১৮ দশমিক ৩ বিলিয়ন ডলার বা ১ হাজার ৮৩০ কোটি ডলার রেমিটেন্স আসে। যা ছিল আগের বছরের চেয়ে ১৮ শতাংশ বেশি।
কিন্তু বিশ্বব্যাংক বলছে, এ বছর বাংলাদেশে রেমিটেন্স কমে ১৪ বিলিয়ন বা ১ হাজার ৪০০ কোটি ডলারে দাঁড়াবে। বাংলাদেশের পাশাপাশি দক্ষিণ এশিয়ার সব দেশে ২০২০ সালে রেমিটেন্স কমবে।
গত ১২ মার্চ পর্যন্ত প্রবাসীরা মোট ৮০ কোটি ৪০ লাখ ডলার দেশে পাঠায়। তবে শেষ ১৯ দিনে আসে মাত্র ৪৮ কোটি ২৮ লাখ ডলার। যে কারণে মার্চ মাসে মাত্র ১২৮ কোটি ৬৮ লাখ ডলার প্রবাসী আয় আসে। গত বছরের একই মাসে এর পরিমাণ ছিল ১৪৫ কোটি ৮৬ লাখ ডলার।
মার্চ মাসে প্রবাসী আয় কমেছে ১৭ কোটি ১৮ লাখ ডলার বা ১১ দশমিক ৭৮ শতাংশ। আগের বছরের এপ্রিল মাসে ১৪৩ কোটি ৪৩ লাখ ডলার রেমিটেন্স এসেছিল। এ বছর এপ্রিল মাসে সেই তুলনায় রেমিটেন্স অনেক কম হবে বুঝাই যাচ্ছে।
সানবিডি/ঢাকা/এসএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













