পবিত্র রমজান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে সিদ্ধান্ত দিতে আগামীকাল শুক্রবার বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। এ বিষয়ে সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনে এক সভা অনুষ্ঠিত হবে।
আজ বৃহস্পতিবার ইসলামিক ফাউন্ডেশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমিন এসব কথা জানিয়েছেন।
তিনি জানান, ১৪৪১ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা এবং সিদ্ধান্ত গ্রহণের জন্য আগামীকাল মাগরিবের পর ইসলামিক ফাউন্ডেশনে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হবে।
সভায় সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট শেখ মো. আবদুল্লাহ।
দেশের কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে ৯৫৫৯৪৯৩,৯৫৫৫৯৪৭,৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭ এই নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর জন্য অনুরোধ করা হলো বলেও জানান শায়লা শারমিন।
সানবিডি/ঢাকা/এসএস