গাজীপুরের শ্রীপুরে একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতদের মধ্যে রয়েছেন মা, দুই মেয়ে ও এক প্রতিবন্ধী ছেলে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার জৈনা বাজারের আদাবর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ময়মনসিংহ জেলার পাগলা থানার লংগাইর ইউপির গোলাবাড়ী গ্রামের মালয়েশিয়া প্রবাসী কাজলের স্ত্রী ফাতেমা আক্তার, তার বড় মেয়ে নুরা, ছোট মেয়ে হাওরিন ও প্রতিবন্ধী ছেলে ফাদিল। তারা শ্রীপুরের জৈনা বাজার এলাকায় জমি কিনে বসবাস করে আসছিলেন।
প্রবাসী কাজলের ছোট ভাই আরিফ জানান, তার বড় ভাই কাজল দীর্ঘদিন ধরে মালয়েশিয়াতে থাকেন। তার ভাইয়ের কোনো শত্রু নেই। কে বা কারা এমন ঘটনা ঘটিয়েছে তা তিনি জানতে পারেননি।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে শ্রীপুর থানার ওসি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে রওনা হয়েছে।
সানবিডি/এসকেএস