করোনাভাইরাসের সংক্রমণে সরকারি ত্রাণ ক্ষমতাসীন দলের লোকজন লুটপাট করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তার অভিযোগ, ক্ষমতাসীন দলের লোকদের খাটের মধ্য থেকে তেল বের হচ্ছে, গর্তের ভেতর থেকে চাল বের হচ্ছে। আজ শনিবার সকালে সূত্রাপুর এলাকায় ত্রাণ বিতরণকালে তিনি এ কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, ‘বিএনপির নেতাকর্মীরা যখন নিজেদের পকেটের টাকা দিয়ে নিত্য-প্রয়োজনীয় জিনিস ক্রয় করে মানুষকে দিচ্ছে তখন আমরা দেখতে পাচ্ছি, ক্ষমতাসীন দলের লোকদের খাটের মধ্য থেকে তেল বের হচ্ছে। গর্তের ভেতর থেকে চাল বের হচ্ছে। গ্রামের খড়ের পালার ভেতর থেকে হাজার হাজার বস্তা চাল পাওয়া যাচ্ছে।’
প্রশ্ন রেখে তিনি বলেন, ‘এটা কি জনকল্যাণমূলক সরকারের চরিত্র? সরকারের তো এই মুহূর্তে এমনভাবে নেমে আসা উচিত যাতে প্রতিটি মানুষ কিছু পায়, প্রতিটি মানুষের পেট ভরে। তা না করে দলীয় লোকদের পেট ভরানোর জন্য নানা কৌশলে-কায়দায় চুরি করার সুযোগ দেওয়া হচ্ছে। এভাবে চলতে পারে না।’
রিজভী বলেন, ‘করোনায় আক্রান্ত হয়ে মানুষ মারা যাচ্ছে। অনেকে অসুস্থ হয়ে পড়েছেন। প্রতিদিন মৃত্যুর খবর আসছে। করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়ার সঙ্গে মানুষ না খেয়েও মারা যাচ্ছে। কর্মহীন মানুষ যারা দিন আনে দিন খায় তাদের কোনো কাজ নেই। লকডাউনে মানুষ ঘরে বন্দী, কাজ পাবে কোথায়? তাদের সহায়তা করার জন্য বিভিন্ন পাড়া-মহল্লায় জেলায় মহানগরীতে বিএনপি নেতাকর্মীরা অসহায় মানুষদের পাশে দাঁড়াচ্ছে। তারা গরীব-দুস্থদের মাঝে চাল, ডাল, তেল, আলু বিতরণ করছেন।’
করোনা মোকাবিলায় সাহস নিয়ে কাজ করার আহ্বান জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘আজকে সারা বিশ্বে মহামারি চলছে। বাংলাদেশে মহামারি মোকাবিলায় সাহস নিয়ে সবাইকে কাজ করতে হবে, এগিয়ে আসতে হবে। আমাদের নিরাপত্তা, মানুষের নিরাপত্তা নিশ্চিত করে কাজ করতে হবে। অসহায় মানুষ যাতে না খেয়ে মারা না যায় সেই ব্যবস্থা করতে হবে।’
তিনি বলেন, ‘বিভিন্ন রাজনৈতিক দলের ঐক্যবদ্ধভাবে কাজ করা উচিত ছিল। কিন্তু রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ করতে কোনো উদ্যোগ গ্রহণ করেনি। তবে বিএনপি নেতাকর্মীরা অসহায় দুস্থ ও গরীব মানুষের পাশে আছে এবং থাকবে।’
ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি ওমর ফারুক কাউসারের উদ্যোগে ত্রাণ বিতরণকালে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক, সূত্রাপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আজিজসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সানবিডি/ঢাকা/এসএস