নভেল করোনাভাইরাস (কভিড-১৯) পরীক্ষার অনুমতি পেয়েছে স্কয়ার হাসপাতাল লিমিটেড। প্রথম বেসরকারি হাসপাতাল হিসেবে পিসিআর পদ্ধতিতে নভেল করোনাভাইরাস পরীক্ষার জন্য হাসপাতালটিকে অনুমোদন দিয়েছে বাংলাদেশ সরকার।
তবে কেবল ভর্তি রোগীদের এ পরীক্ষা করতে পারবে হাসপাতাল কর্তৃপক্ষ। বহির্বিভাগের রোগীদের পরীক্ষা করতে পারবে না। স্কয়ার হাসপাতাল সূত্রে এসব তথ্য জানা গেছে।
জানা গেছে, করোনা পরীক্ষার জন্য স্কয়ার হাসপাতাল আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী মলিকুল্যার ল্যাবরেটরি অ্যান্ড বায়োসেফটি লেভেল মানের পরীক্ষাগার এরই মধ্যে প্রস্তুত করেছে।
সানবিডি/এসকেএস