রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ইউনাইটেড নেশনস ইয়োথ এন্ড স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউনিস্যাব) রাজশাহী বিভাগীয় উইংয়ের উদ্যোগে ‘জাতিসংঘ উন্নয়নে যুব সমাজের ভূমিকা’ শীর্ষক দিনব্যাপী এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের ডীনস কমপ্লেক্সের কনফারেন্স রুমে দিনব্যাপী এ সেমিনারের আয়োজন করা হয়।
ইউনিস্যাবের সভাপতি মোহাম্মদ মামুন মিয়ার সভাপতিত্বে সেমিনারে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক প্রথম আলোর ফিচার লেখক ও ধ্রুপদি পরিবারের প্রতিষ্ঠাতা সভাপতি ডাঃ মহিউদ্দিন কাওসার, ইউএনডিপি বাংলাদেশের গবেষক সিদ্ধার্থ গোস্বামী, ইউএনএফপিএ বাংলাদেশের কমিউনিটি আউটরিচ অফিসার হাবিবুর রহমান।
সেমিনারের প্রথম পর্বে বক্তারা বর্তমান বৈশ্বিক ইস্যু ও সামাজিক উন্নয়নে নিয়ে যুবসমাজের ভূমিকা ও ইউনিস্যাবের বর্তমান কার্যক্রম ও জাতিসংঘের সাথে যুব সমাজের সম্পৃক্ততা নিয়ে বক্তব্য দেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা প্রফেসর সাদেকুল আরেফিন মাতিন বলেন, যুবকদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জেনে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের জন্য কাজ করতে হবে।
এসময় তিনি মুক্তিযুদ্ধের সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূমিকা ও ইতিহাস ছাত্রদের সামনে তুলে ধরেন। এছাড়াও এ সেমিনার মো. এজাজুল হককে রিজিওনাল পরিচালক ও মো. রাশেদ মোল্লাকে সহকারি রিজিওনাল পরিচালক করে সংগঠনটির সভাপতি মোহাম্মদ মামুন মিয়া নব গঠিত কমিটির নাম ঘোষণা করেন।
এসময় সেমিনারে অন্যান্যের মধ্যে সাউথ এশিয়া জার্নালের সহ-সম্পাদক সায়েদ মফিজ কামালসহ সংগঠনটির রাজশাহী বিভাগীয় সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।