ট্রেডিং রাইট এনটাইটেলমেন্ট সার্টিফিকেট (ট্রেক) বিধিমালার বিষয়ে জনমত যাছাইয়ের জন্য নতুন করে সময়সীমা নির্ধারন করার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বুধবার কমিশনের ৭২৫ তম কমিশন সভায় এ সিদ্ধান্ত দেয়া হয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে।
জানা গেছে,সরকার ঘোষিত ছুটির কারনে ট্রেক বিধিমালা, ২০২০ এর খসড়া গেজেটে প্রকাশ করা সম্ভব হয়নি। এছাড়া জনমত জরীপের সময় পার হয়ে গেছে। তাই অফিস খোলার পরে জনমত জরীপের নতুন সময়সীমা নির্ধারন করা হবে।
সানবিডি/এসকেএস