যুক্তরাষ্ট্রভিত্তিক বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্কের একটি টুইটে কী সর্বনাশ হতে পারে, তা দেখল বিশ্ব। সম্প্রতি তার শেয়ারের দাম খুব বেশি বলে একটি টুইট করার পরে গাড়ি নির্মাতা কোম্পানির মূল্যমান ১ হাজার ৪০০ কোটি ডলার কমে গেছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘টেসলার শেয়ার মূল্য অনেক বেশি’- সামান্য এই টুইটেই শেয়ারে ধস নামে প্রতিষ্ঠানটির। এর মধ্যে অবশ্য মাস্কের নিজেরও ৩০০ কোটি ডলারের শেয়ার রয়েছে। একই দিনে আরেক টুইটে নিজের সব সহায়সম্পদ এমনকি বাড়িও বিক্রি করে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন মার্কিন এই ধনকুবের।
ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ইলন মাস্ককে তারা জিজ্ঞাসা করেছিল যে, শেয়ারের দামের টুইটটি কৌতুক কিনা, এর উত্তর তারা ‘না’ পেয়েছে।
ইলন মাস্কের টুইট করে গোলযোগ বাধানোর ঘটনা এবারই প্রথম নয়। এর আগে ২০১৮ সালে, নিউ ইয়র্ক স্টক মার্কেটে টেসলার ভবিষ্যতের বিষয়ে একটি টুইট করায় তাকে ২ কোটি ডলার জরিমানা গুণতে হয়েছিল।
প্রসঙ্গত, এই বছর বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠানটির মূল্যমান ১০০ বিলিয়ন ডলারের কাছে পৌঁছেছে।
সানবিডি/ঢাকা/এসএস