টানা পাঁচ দিন সাইকেল চালিয়ে ভারতের মধ্যপ্রদেশ থেকে পশ্চিমবঙ্গে নিজ বাড়িতে ফিরেও ঘরে ঠাঁই হলো না বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী বান্টির।
মেসে খাবার নেই। খবর রাখেননি কারখানা কর্তৃপক্ষ। সহকর্মীরা সব বাড়ি ফিরে যাচ্ছে। এ পরিস্থিতিতে আর ফাঁকা ঘরে থাকার সাহস করেননি ভারতের পশ্চিম বর্ধমানের বার্নপুরের বান্টি বাউড়ি।খবর আনন্দবাজার পত্রিকার।
তাই মধ্যপ্রদেশের সাতনা থেকে টানা প্রায় পাঁচ দিন সাইকেল চালিয়ে প্রায় ৭৭৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে বাড়ি ফিরলেন বান্টি।
পুলিশ ও স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ২৮ বছর বয়সী ওই যুবক সুস্থ রয়েছেন। করোনা সতর্কতায় ছেলের থাকার জন্য বাড়ির বাইরে তাঁবু টাঙিয়ে দিয়েছেন বাবা অভিমন্যু বাবু।
আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট এবং পশ্চিম বর্ধমান জেলা স্বাস্থ্য দফতর জানিয়েছে, স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে বান্টির। তিনি সুস্থ রয়েছেন, এই ছাড়পত্র দেয়া হয়েছে।
তবে পরিবারের সুরক্ষার জন্যই ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেয়া হয়েছে। এ পরিস্থিতিতে করোনা সতর্কতায় প্রশাসনের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করা হচ্ছে বলে জানান বান্টির বাবা অভিমন্যু বাবু।
তিনি বলেন, বাড়ির বাইরে তাঁবু গেড়ে দিয়েছি। সেখানেই আপাতত থাকছে ছেলে। তার ফেরার খবর পুলিশকেও জানিয়েছি। করোনার সঙ্গে লড়াইয়ে এটুকু করতেই হবে।
হোম কোয়ারেন্টিনে থাকা বান্টি জানান, মাস ছয়েক আগে সাতনায় প্রসাধন প্রস্তুতকারক একটি প্রতিষ্ঠানের বিপণন কর্মী হিসেবে যোগ দেন তিনি। সেখানে মেসে অন্যদের সঙ্গে থাকতেন। দেয়া হতো দু’বেলা খাবারও। কিন্তু লকডাউনের ফলে কর্মজীবনে ছন্দ কাটে।
প্রতিষ্ঠানের উৎপাদন বন্ধ, এ পরিস্থিতিতে কর্মীদের বেন না দেয়ার কথা জানায় কর্তৃপক্ষ। পাশাপাশি, খাবারের জোগানও প্রায় বন্ধ করে দেয়া হয়।
এ পরিস্থিতিতে সহকর্মীরা একে একে বাড়ি ফিরতে শুরু করে। মেস ফাঁকা হয়ে যায়। শেষমেশ গত ২৬ এপ্রিল ভোর ৩টার দিকে সাইকেল নিয়ে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েন তিনি।
যুবক জানান, জাতীয় সড়ক ধরে দিনে সাইকেল চালিয়েছেন তিনি। রাতে বিভিন্ন রাজ্যের নানা বাজার এলাকায় কোনো দোকানের বারান্দায় আশ্রয় নিতেন।
বান্টি বলেন, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ডসহ পথে পড়া সব রাজ্যের সীমানায় স্বাস্থ্য পরীক্ষা হয়েছে তার। ৩০ এপ্রিল রাত ১২টার দিকে নিজ এলাকায় পৌঁছান তিনি।
বান্টি বলেন, তাঁবুতে থাকলেও মনে আর কোনো কষ্ট নেই। পরিবারের সুরক্ষায় এটি দরকার। অতটা পথ সাইকেল চালিয়েছি বলে পায়ে খুব ব্যথা। আশা করি, বাড়িতে থেকে সেটিও কেটে যাবে।
সানবিডি/ঢাকা/এসএস