চীনের উহান শহরের ল্যাবরেটরি থেকেই করোনাভাইরাস ছড়িয়েছে বলে ‘অনেক প্রমাণ’ থাকার দাবি করেছে যুক্তরাষ্ট্র। উহান শহরের ওই ল্যাবরেটরির নাম উহান ইন্সটিটিউট অব ভাইরোলোজি।
গতকাল রোববার এক সংবাদ বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এমনটা দাবি করেছেন বলে সংবাদ প্রকাশ করেছে কাতারের সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরা।
এর আগে গত বৃহস্পতিবার হোয়াইট হাউসের এক সংবাদ সম্মেলনে একই দাবি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ওই সংবাদ সম্মেলনে এক সাংবাদিক তাকে জিজ্ঞাসা করেন, ‘আপনার কাছে এমন কোনো প্রমাণ আছে যে, উহান ইনস্টিটিউট অব ভাইরোলজি থেকেই এই ভাইরাস ছড়িয়েছে?’
জবাবে ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, আমাদের কাছে প্রমাণ আছে।’
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, ‘মার্কিন কর্তৃপক্ষ এটিকে (ল্যাব থেকে ভাইরাস আসার সম্ভাবনা) খুব গুরুত্বের সঙ্গে দেখছে।’ ‘এটি কোথা থেকে এসেছে তা আমরা দেখছি,’ বলেন ট্রাম্প।
এর আগে চীনের পক্ষ নেওয়ার অভিযোগ তুলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তীব্র সমালোচনা এবং সংস্থাটিকে অনুদান দেওয়া বন্ধ করে দিয়েছিলেন ট্রাম্প প্রশাসন।
সানবিডি/ঢাকা/এসএস