রাজধানীর রামপুরা থানা এলাকার মালিবাগ আবুল হোটেলের পাশে বকেয়া বেতন-ভাতার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে পোশাক শ্রমিকরা। আজ মঙ্গলবার সকাল থেকে আলেয়া ফ্যাশনের শ্রমিকরা এই বিক্ষোভ করছেন।
শ্রমিকদের দাবি, আলেয়া ফ্যাশন নামের প্রতিষ্ঠানটি তাদের তিন মাসের বেতন বকেয়া রেখেছে। এমনকি ঈদের সময়ও বেতন পরিশোধ করতে পারবে না বলে জানিয়েছে মালিক পক্ষ।
উজ্জ্বল নামের ওই কারখানার এক শ্রমিক দৈনিক আমাদের সময় অনলাইনকে জানান, বেতন-ভাতা পরিশোধ না করাতেই সড়কে নামতে বাধ্য হয়েছেন তারা। মালিক পক্ষ বেতন দিতে পারবেন না বলে জানিয়েছে।
জানতে চাইলে রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কুদ্দুস ফকির দৈনিক আমাদের সময় অনলাইনকে বলেন, ‘শ্রমিক ও মালিক পক্ষের লোকজনের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে।’
সানবিডি/ঢাকা/এসএস