বৃহস্পতিবার সীমিত পরিসরে মন্ত্রিসভার বৈঠক
সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-০৫-০৫ ১৫:৫৫:০৪
দীর্ঘ এক মাস পর অনুষ্ঠিত হতে হচ্ছে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক। আগামী বৃহস্পতিবার সীমিত পরিসরে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. আব্দুল বারিক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, করোনাভাইরাসের কারণে সীমিত পরিসরে বৈঠক অনুষ্ঠিত হবে।
জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ওইদিন বেলা ১১টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে মন্ত্রিসভার এ বৈঠক অনুষ্ঠিত হবে।
এরআগে গত ৬ এপ্রিল গণভবনে সীমিত পরিসরে মন্ত্রিসভার পূর্বনির্ধারিত বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে হাতে গোনা কয়েকজন মন্ত্রী ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা অংশ নেন। সামাজিক দূরত্ব নিশ্চিত করেই বসার আসন নির্ধারিত করে ওইদিন মন্ত্রিসভার বৈঠক হয়।
সানবিডি/এসকেএস