১০ মে থেকে ব্যাংকে লেনদেন সকাল ১০টা থেকে আড়াইটা
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৫-০৫ ১৬:১৬:০৪

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আগামী রোববার (১০ মে) থেকে ব্যাংকে লেনদেন সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত চলবে।
এর মধ্যে দুপুর ১ টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত ১৫ মিনিট জোহরের নামাজের বিরতিতে লেনদেন বন্ধ থাকবে। লেনদেন পরবর্তী আনুসাঙ্গিক কাজ সম্পন্ন করার জন্য ব্যাংক খোলা রাখা যাবে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত।
মঙ্গলবার (৫ মে) ব্যাংকে লেনদেন সময়সূচি পুননির্ধারণ করে বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) কাছে পাঠানো হয়েছে।
সানবিডি/এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













