হাটহাজারীর সাধারণ জনগণকে মহামারি করোনা সংক্রমণের হাত থেকে রক্ষা করতে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখেছে উপজেলা প্রশাসন। নিয়মিত এই উপজেলার বিভিন্ন এলাকায় চালানো হচ্ছে ব্যাপক প্রচারণা। এর ধারাবাহিকতায় সোমবার উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ উল্যাহ’র নেতৃত্বে হাটহাজারী মডেল থানা পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে হাটহাজারী উপজেলার চৌধুরী হাট, নন্দীর হাট, ফতেয়াবাদ, আলাওল পাড়া, রঙ্গিপাড়া ও পৌরসভা এলাকায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য নিয়ন্ত্রণে রাখতে ও করোনা প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় অভিযানকালে মূল্য তালিকা প্রদর্শন না করায় তিন দোকানিকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এসময় করোনা প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ব্যাপক প্রচারণা চালানো হয়। ২ টি খেলার মাঠে খেলা বন্ধ করা হয়। ২ টি রাস্তা হতে লকডাউনের নামে দেওয়া ব্যারিকেড অপসারণ করা হয়।
এছাড়া বিকাল ৫:০০ টার মধ্যে ফার্মেসি ব্যতীত সকল দোকান বন্ধ হচ্ছে কি না ও কোথাও জনসমাগম হচ্ছে কি না এবং কোথাও আড্ডা হচ্ছে কি না
ইত্যাদি বিষয়ে কঠোর মনিটরিং করা হয়।
জনকল্যাণে ও জনসচেতনতায় ভ্রাম্যমাণ আদালতের নিয়মিত এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ উল্যাহ