দি ইনস্টিটিউট অব কষ্ট এন্ড ম্যানেজমেন্ট একাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) এর ঢাকা ব্রাঞ্চ কাউন্সিলের (ডিবিসি) ২০২০ইং সালের জন্য আ.ক.ম জাকারিয়া হোসাইন এফসিএ, চেয়ারম্যান এবং মোঃ বখতিয়ার আলম এফসিএমএ ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
শুক্রবার মে ০১, ২০২০ইং তারিখে আইসিএমএ ভবন, নীলক্ষেত, ঢাকায় অনুষ্ঠিত “ঢাকা ব্রাঞ্চ কাউন্সিল” এর এক সভায় উপরোক্ত কর্মকর্তা বৃন্দকে নির্বাচিত করা হয়। সভায় সাইফুল আজম এফসিএমএ এবং সুধাংশু কুমার শাহা এফসিএমএ যথাক্রমে সেক্রেটারী এবং ট্রেজারার নির্বাচিত হন।
নব নির্বাচিত চেয়ারম্যান আ.ক.ম জাকারিয়া হোসাইন বর্তমানে দেশের অন্যতম আইসক্রিম কোম্পানি ল্যাভেলোর প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন।
নব নির্বাচিত ভাইস-চেয়ারম্যান মোঃ বখতিয়ার আলম পারফিটি ভ্যান মিল বাংলাদেশ (প্রাঃ)লিমিটেড এ এসোসিয়েট হেড-কর্পোরেট ফাইন্যান্স পদে কর্মরত আছেন।
নব নির্বাচিত সেক্রেটারী সাফিউল আজম বর্তমানে দেশের অন্যতম ওষুধ কোম্পানি পপুলার ফার্মাসিটিউক্যাসল লিমিটেডের মহা ব্যবস্থাপক ও কোম্পানি সচিব হিসাবে কর্মরত আছেন।
নব নির্বাচিত ট্রেজারার সুধাংশু কুমার শাহা বর্তমানে জাতীয় রাজস্ববোর্ডে কর্মরত আছেন।