ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার রানীনগর গ্রামে 'ক্ষুধা ও নিরক্ষরমুক্ত রানীনগর' সংগঠনের উদ্যোগে গরীব ও অসহায়দের মাঝে উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে।
রানীনগর গ্রামের একদল শিক্ষিত তরুণদের উদ্যোগে গঠিত উক্ত সংগঠন চাকুরিজীবী ও ব্যবসায়ীদের নিকট থেকে সংগ্রহকৃত অর্থের মাধ্যমে এই উপহারসামগ্রী সরবারহ করে।
রানীনগর গ্রামের ১৬৩টি পরিবারের মাঝে উপহার হিসেবে খাদ্য সামগ্রী ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয়।
সংগঠনটি দীর্ঘদিন ধরে রাণীনগর ও আশাপাশের গ্রামে নিরক্ষরতা দূরীকরণ, ক্ষুধামুক্তি এবং বিভিন্ন মানবিক উন্নয়নে কাজ করে চলেছে।
শৈলকুপা প্রতিনিধি, ঝিনাইদহ