ফেসবুক বন্ধের নানা কারণ থাকলেও সর্বশেষ ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমের লেখা চিঠির পর নতুন মোড় নিল ফেসবুক খোলার বিষয়টি। সোমবার ফেসবুক কর্তৃপক্ষকে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমের চিঠি পাঠানোর একদিন পরই ফেসবুক কর্তৃপক্ষ ফিরতি চিঠিতে বাংলাদেশ সরকারের আহবানে সাড়া দিয়ে আলোচনার আগ্রহ দেখিয়েছে। আগামী সপ্তাহে বৈঠকে বসার আগ্রহ দেখিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।
ফেসবুকের কর্তৃপক্ষের এই আগ্রহের পর থেকেই ধারনা করা হচ্ছে ৬/৭ জানুয়ারীর আলোচনা সফলের উপর নির্ভর করছে ফেসবুক খুলে দেয়ার বিষয়টি। তবে ফেসবুক যেহেতু সাড়া দিয়েছে সারকারের আহ্বানে ,তাহলে আমরা বলতে নিশ্চয়ই ফেসবুক কর্তৃপক্ষ মেনে নিবে সরকারের দাবি। আর বিভিন্ন সুত্র মতে এমনই আভাস পাওয়া গেছে। তাই আমরা ধরে নিতে পারি ৬/৭ তারিখের পরই খুলে যাচ্ছে ফেসবুক।
আলোচনার বিষয়বস্তু সম্পর্কে জানতে চাইলে তারানা হালিম বলেন, আমরা মূলত নারীর প্রতি অবমাননার বিষয়টি গুরুত্ব দিয়ে আলোচনার কথা বলেছি। তারা বিষয়টি আমলে নিয়ে আলোচনার আগ্রহ দেখিয়েছে। প্রতিমন্ত্রী বলেন, আমি দায়িত্ব নেওয়ার শুরু থেকেই এ বিষয়ে গুরুত্ব দিয়ে আসছি। প্রথম থেকেই বিভিন্ন মাধ্যমে ফেসবুকের সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা করলেও তারা সাড়া দেয়নি। এবার মন্ত্রণালয় থেকে চিঠি পাঠানোর পর সাড়া দিল।
সানবিডি/ঢাকা/রাআ