সন্তান নেয়ার আগে মুটিয়ে যাবেন না

আপডেট: ২০১৫-১২-০৫ ১৯:১৫:২৪


jakia..obesity11111_93442নতুন এক গবেষণায় দেখা গেছে, সন্তানের মুটিয়ে যাওয়া অনেকাংশ নির্ভর করে বাবার শুক্রানুর উপর। কারণ বাবার শুক্রানুর মাধ্যমে সন্তানের শরীরে প্রবেশ করে মোটা হওয়ার জিন। স্থূলকায় ‍পুরুষদের শুক্রানুর জিনে ক্ষুধা নিয়ন্ত্রণের জিন বেশ দুর্বল হয়।

দিন দিন বাড়ছে ভুঁড়ি কিন্তু বাবা হতে চাচ্ছেন? তাহলে বলবো এখনই সাবধান হোন। অতিরিক্ত মেদ ঝরানোর দিকে মন দিতে হবে। নতুবা সন্তানের মোটা হওয়ার সম্ভাবনা প্রবল।

গবেষকরা ১৩ জন সাধারণ ওজনের ও ১০ জন স্থূলকায় পুরুষদের উপর পরীক্ষা চালিয়েছেন। দেখা গেছে, স্থূলকায় বাবাদের সন্তানরা বেশিরভাগ ক্ষেত্রে মোটা হয়েছে। শুধু তাই নয়, বেশির ভাগই স্থূলতায় আক্রান্ত।

এর পরের পর্যায়ে এমন ছয়জন পুরুষের উপর গবেষণা চালানো হয়েছে যারা প্রত্যেকেই ওয়েট লস সার্জারি করিয়েছেন। দেখা গেছে সার্জারির এক বছর পর তাদের স্পার্মের ডিএনএতে প্রায় পাঁচ হাজার রকম গঠনগত পরিবর্তন হয়েছে।

স্পার্মের জিন সাধারণ ভাবে সন্তানের স্বাস্থ্যের জন্য অনেকাংশেই দায়ী। যদিও এ সম্পর্কে আরও বিশদে গবেষণা প্রয়োজন বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।

কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা বলেন, ‘‘চলতি ধারণা অনুযায়ী, গর্ভবতী নারীদের নিজেদের স্বাস্থ্যের খেয়াল রাখতে হয়। মদ, ধুমপান থেকে শত হাত দূরে থাকতে হয়। কিন্তু আমাদের গবেষণা বলছে শুধু হবু মা নয়, সন্তানের স্বাস্থ্যের জন্য সাবধানে চলতে হয় হবু বাবাকেও।”

সানবিডি/ঢাকা/রাআ