কোনও দোকান বা শপিংমলে স্বাস্থ্যবিধি মানা না হলে তা বন্ধ করে দেয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।
সোমবার এক ভিডিও বার্তায় এ আহ্বান জানান সংগঠনের সভাপতি হেলাল উদ্দিন।
তিনি বলেন, মার্কেট ও দোকানের কার্যক্রম আমরা মনিটরিং করছি। সামাজিক দূরত্ব বজায় রাখার চেষ্টা করছি। যদি কেউ সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানতে না পারেন আমি সমিতিকে অনুরোধ করবো সেসব দোকান বন্ধ করে দিতে। তাও যদি সম্ভব না হয়, পুলিশের সহায়তা নেবেন।
তিনি আরও বলেন, আমরা এই মুহূর্তে সবচেয়ে বেশি স্বাস্থ্যঝুঁকিতে আছি। তাই কোনও মতেই বেখেয়াল হলে চলবে না।
রোববার সরকারের সংশ্লিষ্ট বিভাগ দোকান ও শপিংমল সীমিত আকারে খোলার অনুমতি দেয়। সেই নির্দেশনা মোতাবেক সোমবার থেকে দেশের বিভিন্ন জায়গায় দোকান ও মার্কেট খোলা হয়েছে। তবে ঢাকাসহ সারাদেশে বেশিরভাগ দোকান ও মার্কেট বন্ধ রয়েছে।
সানবিডি/এসকেএস