হাসপাতাল থেকে রোগী ফেরত পাঠানো বিরাট অপরাধ বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ বুধবার মহাখালীর বিসিপিএস অডিটোরিয়ামে নবনিযুক্ত ২ হাজার চিকিৎসকের কাজে যোগদানের অরিয়েন্টেশন অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ ভালো আছে, আরও ভালো রাখবো।’
জাহিদ মালেক বলেন, ‘চিকিৎসায় কোনো তফাত করা যাবে না। সব রোগীকে চিকিৎসা দিতে হবে। কোনো বৈষম্য করা যাবে না। রোগীদের সহানুভূতির সঙ্গে দেখা উচিত।’
তিনি বলেন, ‘রোগীদের মানসিকভাবে চাঙা রাখতে হবে। কোনো রোগীকে চিকিৎসা থেকে বঞ্চিত করা যাবে না। এমন কোনো অভিযোগ শুনতে চাই না যে অমুক হাসপাতাল থেকে রোগীকে ফেরত দেওয়া হয়েছে। সমানভাবে একজন মানুষ হিসেবে চিকিৎসা দিতে হবে।’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সারা বিশ্বে কোভিড-১৯ বিভিন্ন পর্যায়ে হানা দিয়েছে। ইউরোপ-আমেরিকায় আপনারা দেখেছেন কী অবস্থা। সেই তুলনায় বাংলাদেশ অনেক ভালো আছে।’
সানবিডি/ঢাকা/এসএস