চট্টগ্রামে বোয়ালখালী উপজেলায় ঘরে ঢুকে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। এসময় গুলিবিদ্ধ হয়েছেন তার বাবাও।
শুক্রবার দিনগত রাত ২টার দিকে উপজেলার চরণদ্বীপে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম নাছির। তিনি একই এলাকার বাসিন্দা। এ ঘটনায় গুলিবিদ্ধ নাছিরের বাবাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি করা হয়েছে।
এদিকে এ ঘটনায় অস্ত্রসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন- জসিম ও শওকত। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।
বোয়ালখালী থানার ওসি মো. আবদুল করিম জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় জড়িত সন্দেহে জসিম ও শওকত নামের দুজনকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে একটি পিস্তল, একটি এলজি, পাঁচ রাউন্ড গুলি, দুটি কার্তুজ, ছুরি, চাপাতি ও দা উদ্ধার করা হয়েছে।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান ওসি।
সানবিডিড/ঢাকা/এসএস