করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে যাত্রাবাড়ী ৫০ নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি সায়েম খন্দকার (৪২) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন।
রোববার (১৭ মে ২০২০) দুপুর সাড়ে ১২টার দিকে ঢামেক হাসপাতাল করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় সায়েমের মৃত্যু হয়।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সায়েম করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। আজ দুপুরে মারা গেছেন।
একই ওয়ার্ডের সাধারণ সম্পাদক দুলাল সরকারের স্ত্রী রোকসানা আক্তার জানান, সায়েম খন্দকারের বাসা যাত্রাবাড়ী টানপাড়া সামাদ সুপার মার্কেটের পাশে। দুই মেয়ের বাবা ছিলেন তিনি। প্রায় ২০ দিন ধরে অসুস্থ ছিলেন। এরপর স্কয়ার হাসপাতালে করোনা টেস্ট করে পজিটিভ জানতে পারেন সায়েম।
তিনি আরও জানান, গত ৮/১০ দিন ধরে ঢাকা মেডিকেলের করোনা ইউনিটের আইসিইউতে ভর্তি ছিলেন তিনি। আজ সকালে তার অবস্থার অবনতি হয়। এরপর দুপুর সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন চিকিৎসকরা।
সানবিডি/ঢাকা/এসএস