চাঁদপুরে নবাগত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট হিসেবে যোগ দিলেন মুহাম্মদ সামছুল ইসলাম। চাঁদপুরে নবম সিজিএম হিসেবে ১৭ মে রোববার তিনি তার নতুন কর্মস্থলে যোগ দেন।
নবাগত সিজিএম জন্মগ্রহন করেন কিশোরগঞ্জ জেলায়। তার বাবার নাম মরহুম হাজী তুফচাঁন ভূঞা। তিনি ১৯৭৬ সালের ২৮ শে মে জন্মগ্রহন করেন। তিনি ব্যাক্তিগত জীবনে বিবাহিত । তার ২টি কন্যা সন্তান রয়েছে।
নবাগত সিজিএম ২০০৬ সালে ১৫ মার্চ জামালপুরে সহকারী জজ হিসেবে প্রথম যোগদান করেন। চাঁদপুরে আসার আগে তিনি ঢাকার অতিরিক্ত জেলা দায়রা জজ ( বিচারকের ) দায়িত্ব পালন করেন। তিনি যেনো ঠিকমতো বিচারপ্রাথীদের সেবা দিতে পারেন এ জন্য সকলের দোয়া চেয়েছেন।
সানবিডি/এসকেএস