স্বপ্ন থাকলে সাফল্য আসবেই! এটিই বাস্তব। এরই ধারাবাহিকতায় নওগাঁর বলিহার ইউনিয়নের অন্তর্গত আলাইপুর গ্রামের প্রবাসী আজাদ আলী মোল্লার পুত্র আরমান ২০১৫-১৬ শিক্ষাবর্ষে দিনাজপুর সরকারি মেডিকেল কলেজে ডাক্তারি বিষয়ে লেখা পড়ার সুযোগ পেয়েছে।
আজাদ আলী মোল্লা পুত্রের এহেন সাফল্যে নিজেকে খুব গর্বিত মনে করছেন। এব্যাপারে জানতে চাইলে আরমানের পিতা বলেন, একসময় গ্রামের প্রত্যন্ত অঞ্চল ফারাদপুর প্রাথমিক বিদ্যালয় থেকে আরমান ৫ম শ্রেণী পাস করে। পরবর্তীতে নওগাঁ জিলা স্কুল থেকে এস এস সি পাস করে সরকারি বিশ্ব বিদ্যালয় কলেজ থেকে কৃতিত্ত্বের সহিত এইচ এস সি পাস করে।
পুত্র আরমানের মেধা- মনণশীলতা দেখে পিতা-মাতা উভয়েই ছোটবেলা থেকেই তার সাফল্য কামনা করত । সে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে সরকারি মেডিক্যাল কলেজে এমবিবিএস ভর্তি পরীক্ষায় সারা দেশের মধ্যে ২৩০৮ তম স্থান অধিকার করে দিনাজপুর মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে বলে তার পিতা জানিয়েছেন।
সে ডাক্তারি শিক্ষায় উচ্চতর ডিগ্রী নিয়ে গরীব ও আর্তমানবতার সেবায় নিয়োজিত থেকে চিকিৎসা সেবায় সঠিক সেবা প্রদানে আগ্রহী। তার এই কৃতিত্ত্বের জন্য পিতা-মাতা এবং বড় ভাই সবুজের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া দাদা-দাদী, নানা-নানী, বড়মা আকিমন,আত্মীয় স্বজন, বন্ধু- বান্ধবসহ শিক্ষাগুরুরা তার এই সাফল্যের জন্য তাকে ছাত্র জীবনের প্রতিটি মূহুর্তে ভবিষ্যৎ উজ্জলের ক্ষেত্রে অনুপ্রাণিত করেছে বলে আরমান জানান। সকলের কাছেই সে কৃতজ্ঞ এবং সে তার সোনালী সাফল্যের সকলের নিকট দোয়া প্রার্থী।
সানবিডি/ঢাকা/রাআ/সেতু