পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রাইম ব্যাংকের সর্বশেষ ২০১৯ সালের আর্থিক হিসাব বছরে এককভাবে শেয়ারপ্রতি আয় (সোলো ইপিএস) কমেছে। ব্যাংকটির ওই সময়ে সহযোগী প্রতিষ্ঠান বাদে এককভাবে সোলো ইপিএস হয়েছে ১ টাকা ৭৭ পয়সা।
আগের বছরের একই সময়ে সোলো ইপিএস ছিলো ১ টাকা ৯৩ পয়সা। আর সহযোগী প্রতিষ্ঠানসহ সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ৪৭ পয়সা।
সোমবার (১৮ মে) অনলাইনে অনুষ্ঠিত ব্যাংকটির আর্নিংস ডিসক্লোজারে এ তথ্য জানা গেছে।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে আর্নিংস ডিসক্লোজারে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও রাহেল আহমেদ ও সিনিয়র ম্যানেজমেন্টের কর্মকর্তারা ২০১৯ সালে ব্যাংকের আর্থিক ফলাফল উপস্থাপন করেন। এ সময় তারা অনলাইনে অংশগ্রহণকারী দেশি-বিদেশি বিনিয়োগ বিশ্লেষক, পুঁজিবাজার বিশেষজ্ঞ ও আর্থিক প্রতিষ্ঠানের পার্টনারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
প্রকাশিত তথ্য অনুসারে জানা গেছে, সর্বশেষ ২০১৯ সালের হিসাব বছরে ৬৯৫ কোটি টাকা পরিচালনা মুনাফা অর্জন করেছে, যা আগের বছরের চেয়ে ২২ শতাংশ বেশি। গত বছরে ব্যাংকটির পরিচালন মুনাফা ছিলো ৫৭২ কোটি টাকা।
তবে এই সময়ে নিট মুনাফা কিছুটা কমেছে। গত বছর ব্যাংকটি ২০০ কোটি টাকা নিট মুনাফা বা কর পরবর্তী মুনাফা করেছে। আগের বছর নিট মুনাফার পরিমাণ ছিলো ২১৯ কোটি টাকা।
২০১৯ সালের ৩১ ডিসেম্বর তারিখে এককভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়ায় ২৩ টাকা ৬৫ পয়সা, যা আগের বছরে ছিলো ২৩ টাকা ১২ পয়সা। একই সময়ে সোলো ভিত্তিতে শেয়ার প্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো দাঁড়ায় ৯৮ পয়সা, যা পূর্ববতী বছরে ছিলো মাইনাস ২টাকা ৮৬ পয়সা।
সানবিডি/এসকেএস