পুঁজিবাজারে তালিকাভুক্ত সিরামিক খাতের কোম্পানি স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড তার কারখানা লে-অফের মেয়াদ আরও বাড়িয়েছে। দেশে করোনাভাইরাস জনিত অবস্থার অবনতি হওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এ দফায় লে-অফের মেয়াদ ২২ দিন বাড়ানো হয়েছে। তবে এই মেয়াদ করোনা পরিস্থিতির উপর নির্ভর করবে।
নতুন সিদ্ধান্ত অনুসারে, আগামী ৩১ মে পর্যন্ত স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানা বন্ধ থাকবে। নতুন করে মেয়াদ বাড়ানো না হলে আগামী ১ জুন কারখানা খুলবে।
গত ৭ মে কোম্পানি কর্তৃপক্ষ লে-অফের মেয়াদ বাড়ানোর এই সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) জনিত পরিস্থিতি এবং সাধারণ ছুটির কারণে কাঁচামাল দুষ্প্রাপ্য হয়ে পড়া এবং উৎপাদিত পণ্য বিতরণে সমস্যার কারণে কোম্পানির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কারখানা লে-অফ তথা সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল চলতি মাসের গোড়ার দিকে। পরবর্তীতে সাধারণ ছুটির মেয়াদ বৃদ্ধি এবং করোনা পরিস্থিতির অবনতির কারণে তা কয়েক দফা বাড়ানো হয়।
সানবিডি/এসকেএস