চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আজিজুর রহমান ভুট্টোকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে ওই ইউনিয়নের কুমারডুগী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আজিজ কুমারডুগী এলাকার মৃত নুরুল আমিন খানের ছেলে। তার লাশ ময়নাতদন্ত শেষে আজ মঙ্গলবার বিকেলে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
জানা গেছে, নিহত আজিজ সোমবার রাতে কাজ শেষে নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে কুমারডুগী বিলকিস সুলতানা একাডেমির সামনে আসলে একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্রসহ তার ওপর হামলা চালায়। হামলাকারীরা তার গলায় এবং শরীরের বিভিন্ন স্থানে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন। খবর পেয়ে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
তবে কী কারণে তার ওপর এই হামলা, তা উৎঘাটনে জেলা পুলিশ ও জেলা গোয়েন্দা সংস্থা কাজ শুরু করেছে বলে চাঁদপুরের পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান জানিয়েছেন। তিনি বলেন, ‘আমরা তদন্ত করছি। আশা করছি সহসাই এর রহস্য বের হবে।’
এদিকে স্থানীয়রা জানান, নিহত আজিজুর রহমান একসময় সেনাবাহিনীতে চাকরি করতেন। পরে তিনি স্থানীয় কুমারডুগী বাজারে সারের ব্যবসা শুরু করেন। তবে সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে তাদের পারিবারিক দ্বন্দ্ব চলে আসছে। হয়তো বা সে কারণেও কেউ তাকে খুন করতে পারে।
নিহতের স্ত্রী রিনা বেগম পারিবারিক দ্বন্দ্বের কথা স্বীকার করে বলেন, ‘আমার বিয়ের পর থেকেই আমি দেখছি সম্পত্তি নিয়ে তাদের এ বিরোধ। এ ছাড়া আমার স্বামীর সাথে কারও কোনো খারাপ সম্পর্ক ছিল না।’
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
সানবিডি/ঢাকা/এসএস