করোনাভাইরাস সৃষ্ট কোভিড-১৯ সংক্রমণের মধ্যে মাস্ক কাণ্ডসহ নানা কারণে আলোচনায় থাকা কেন্দ্রীয় ঔষধাগারের (সিএমিএসডি) পরিচালককে পরিবর্তন করেছে সরকার। এ বিষয়ে গতকাল শুক্রবার একটি আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
আদেশে বাংলাদেশ জাতীয় ইউনেস্কো কমিশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল (অতিরিক্ত সচিব) আবু হেনা মোরশেদ জামানকে প্রেষণে সিএমিএসডি’র পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
আর সিএমএসডি’র পরিচালকের দায়িত্ব চালিয়ে আসা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শহীদ উল্লাহকে সেনাবাহিনীতে ফেরাতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
সানবিডি/ঢাকা/এসএস