তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহীর সহধর্মিণী ও বিশিষ্ট শিক্ষানুরাগী অধ্যক্ষ নিলুফার মঞ্জুরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি।
মঙ্গলবার এক শোকবাণীতে তিনি বলেন, ঢাকার ঐতিহ্যবাহী সানবিমস স্কুল প্রতিষ্ঠার মাধ্যমে অধ্যক্ষ নিলুফার মঞ্জুর দেশে আধুনিক শিক্ষার প্রসার এবং শিক্ষা ব্যবস্থার গুণগত পরিবর্তনে অনবদ্য অবদান রেখে গেছেন। তাঁর প্রতিষ্ঠিত এই বিদ্যাপীঠের অনেক শিক্ষার্থী দেশে বিদেশে যোগ্যতার সাথে কাজ করছে এবং বাংলাদেশের সুনাম ও ইমেজ বৃদ্ধি করে চলেছে। শিল্পমন্ত্রী জ্ঞানভিত্তিক আলোকিত সমাজ বিনির্মাণে অধ্যক্ষ মঞ্জুরের অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
শিল্পমন্ত্রী মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
সানবিডি/এসকেএস