ডিএসই লেনদেনে প্রস্তুত, ব্রোকারেজ হাউজের ফাইল আপলোডে সমস্যা নেই
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২০-০৫-২৯ ১৪:৫৫:৫৬
দেশে বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাসের কারণে দীর্ঘ দিন লেনদেন বন্ধ থাকার পর আগামী ৩১ মে (রোববার) লেনদেন চালু হবে দেশের পুঁজিবাজারে।
বৃহস্পতিবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) লেনদেন চালুর অনাপত্তি পত্র পাওয়ার পর এ সিদ্ধান্ত নিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। রোববার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এ লেনদেন চলবে। পরবর্তীতে অবস্থার প্রেক্ষিতে লেনদেনের সময়সীমা বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেবে স্টক এক্সচেঞ্জ।
ডিএসই সূত্রে জানা গেছে, ডিএসইর সার্ভার প্রস্তুত। ব্রোকারেজ হাউজগুলো চাইলে আজ (বৃহস্পতিবার ) থেকে লেনদেন শুরু আগ পর্যন্ত ফাইল ও লেনদেনের লিমিট আপলোড করতে পারবে।
এ বিষয়ে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক কাজী ছানাউল হক বলেন, লেনদেন চালুর জন্য যে ধরণের প্রস্তুতি প্রয়োজন আমরা ইতি মধ্যে তা সম্পন্ন করেছি। বিষয়গুলো সদস্যদের ম্যাসেজ ও ই-মেইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে।
তিনি বলেব, আপাতত রোববার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এ লেনদেন চলবে। পরবর্তীতে অবস্থা বুঝে সিদ্ধান্ত নেওয়া হ।