রোববার দেশজুড়ে পুরোদমে শুরু হচ্ছে ব্যাংকিং কার্যক্রম। ব্যাংকে লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। তবে নভেল করোনাভাইরাসের সংক্রমণের কারণে মাঝারি ও উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় লেনদেন হবে সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত। বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংক থেকে জারীকৃত প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেয়া হয়। গত ২৬ মার্চ থেকে দেশে সীমিত আকারে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হচ্ছিল।
এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংক বলেছে, গণপরিবহন চলাচল সীমিত থাকায় প্রয়োজনে ব্যাংকগুলোকে কর্মীদের যাতায়াতে পরিবহনের ব্যবস্থা করতে হবে। আর ঝুঁকিপূর্ণ ও সন্তানসম্ভবা গ্রাহক বা কর্মকর্তাকে ব্যাংকে যাওয়া থেকে বিরত রাখতে হবে। সমুদ্র, স্থল ও বিমানবন্দর (পোর্ট ও কাস্টমস) এলাকায় ব্যাংকের শাখা ও বুথ স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনা করে সপ্তাহের সাতদিন ২৪ ঘণ্টা খোলা রাখতে হবে।
২৬ মার্চ থেকে সরকারি ছুটি শুরু হওয়ার পর বাংলাদেশ ব্যাংক সীমিত আকারে সেবা চালু রাখতে ব্যাংকগুলোকে নির্দেশ দেয়। তবে পরবর্তী সময়ে ধীরে ধীরে কার্যক্রমের পরিধি বাড়ানো হয়। করোনার মধ্যে কর্মকর্তাদের অফিসে যেতে উৎসাহ বাড়াতে চালু করা হয় বিশেষ ভাতা ও বীমা সুবিধা।