সপ্তাহের শেষ কার্যদিবস রোববার শেয়ার দর বৃদ্ধি পেয়ে দুই প্রতিষ্ঠানের শেয়ার দর সার্কিট ব্রেকার স্পর্শ করেছে। প্রতিষ্ঠান দুটি হলো: বেক্সিমকো লিমিটেড এবং ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বেক্সিমকো লিমিটেডের শেয়ার দর ১০ শতাংশ বা ১.৩০ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ১৪.৩০ টাকায় লেনদেন হয়। সারাদিনে কোম্পানিটির ৩৪ লাখ ৪৭ হাজার ৫০৩টি শেয়ার ১২৭৫ বার হাতবদল হয়। যার বাজার মূল্য দাঁড়িয়েছে ৪ কোটি ৮৮ লাখ ১৩ হাজার টাকা।
এছাড়া ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর ১০ শতাংশ বা ০.৭০ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ৭.৭০ টাকায় লেনদেন হয়। সারাদিনে ফান্ডটির ২ লাখ ৯০ হাজার ৪৩৭টি ইউনিট ৯২ বার হাতবদল হয়। যার বাজার মূল্য দাঁড়িয়েছে ২২ লাখ ১৬ হাজার টাকা।
সানবিডি/এসকেএস