ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের(করোনা ডেডিকেটেড হাসপাতাল) এর আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার কমলেশ চক্রবর্তী ভানু মারা গেছেন। তিনি শহরের পুরাতন কালিবাড়ির সেবাইত ছিলেন। তার বাড়ি শহরের নিলটুলি এলাকার কালিবাড়িতে।
রবিবার সকালে তার মৃত্যু হয় বলে চিকিৎসকরা নিশ্চিত করেছেন। এনিয়ে করোনায় আক্রান্ত হয়ে জেলায় ৬ জনের মৃত্যু হলো যার মধ্যে ৩ জন মুক্তিযোদ্ধা।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. মাহফুজুর রহমান বুলু জানান, বীর মুক্তিযোদ্ধা কমলেশ চক্রবর্তী গত ২৪ মে করোনা আক্রান্ত হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ডেডিকেটেড ভবনে ভর্তি হন। তার আগেই ওপেন হার্ট সার্জারি করা ছিল। হাসপাতালে এসেছিলেন তিনি শ্বাসকষ্ট নিয়ে। হাসপাতালে আসার পরেই তাকে অক্সিজেন দেয়া হয়। গত ২৯ মে তার অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে আজ সকালে তার মৃত্যু হয়। করোনা ছাড়াও চিকিৎসাধীন অবস্থায় তার কার্ডিয়াক এরেস্ট হয়। যার কারণে তার মৃত্যু বলে আমরা ধারণা করছি।
এদিকে দুপুরেই রাষ্ট্রীয় মর্যাদা জ্ঞাপন শেষে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মোতাবেক শহরের অম্বিকাপুর মহাশ্মশানে তার মরদেহ দাহ করার প্রস্তুতি চলছিল।
সানবিডি/ঢাকা/এসএস